ডিএসই বিল্ডিং

মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কিছুটা বেড়েছে। তবে এদিন কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৪৭ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৯ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ০ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১০ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৪৪৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৩১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার।

এদিন লেনদেন হওয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১৮৫টির অপরদিকে অপরিবর্তিত রয়েছে ৭৪টি কোম্পানির বাজার দর।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)