Northern Bangla all Petrol Pump Strike

উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

জেলা প্রতিনিধি: সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বিনা নোটিশে বিভিন্ন পেট্রোলপাম্প উচ্ছেদ করার প্রতিবাদে রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর, এজেন্ট ও পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন। এদিকে আকস্মিক ধর্মঘট আহ্বানে রংপুর বিভাগের সকল পেট্রোলপাম্প বন্ধ রয়েছে। এতে করে আন্তজেলা ও আঞ্চলিক রুটে যাত্রীবাহী বাস ও মালামালবাহী ট্রাকসহ বেশিরভাগ যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার রাতে বাপেওএ, রাজশাহী বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান রতন এবং বাপেওএ, রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

এতে জানানো হয়, ৪ ফেব্রুয়ারি নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো প্রকার পূর্বঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি প্রদান না করে আকস্মিক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এই অযৌক্তিক ও অন্যায় অভিযানের ফলে পেট্রোল পাম্প মালিকগণ চরম হতাশ ও ক্ষুব্ধ। আমরা এই অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত সব নিয়ম-কানুন মেনে ও বৈধ লাইসেন্স অনুসরণ করে ব্যবসা পরিচালনা করে আসছি। নিয়মিত রাজস্ব প্রদান করে আমরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছি। অথচ, দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালিত হয়ে আসলেও অতীতে কখনো এমন উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি। এতে আমাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

এদিকে আকস্মিক ধর্মঘটের কারণে জ্বালানি সংকটে পড়েছে আন্তজেলা ও আঞ্চলিক সড়কে চলাচলকারী যাত্রীবাহী ও মালবাহী যানবাহনগুলো। পেট্রোলপাম্প বন্ধ থাকায় শত শত যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)