এবার আইসিসিকে নিষেধাজ্ঞা জারি করলেন ট্রাম্প
ডেস্ক রিপোর্ট: এবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আইসিসির বিরুদ্ধে ‘যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের বিরুদ্ধে অবৈধ ও ভিত্তিহীন পদক্ষেপ নেয়ার’ অভিযোগ করেছেন। খবর বিবিসি।
এ নিষেধাজ্ঞার ফলে আমেরিকান নাগরিক বা মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে সহায়তা করা ব্যক্তি ও তাদের পরিবারের ওপর আর্থিক ও ভিসা সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ করা হলো। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনে সফররত অবস্থায় এ আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প।
গত নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। তবে ইসরায়েল এ অভিযোগ অস্বীকার করেছে। একইসঙ্গে, আদালত হামাসের এক কমান্ডারের বিরুদ্ধেও পরোয়ানা জারি করে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক তথ্য বিবরণীতে হেগভিত্তিক আইসিসির বিরুদ্ধে হামাস ও ইসরায়েলকে এক পাল্লায় মাপার ‘লজ্জাজনক নৈতিক সমতা’ তৈরির অভিযোগ আনা হয়।
ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, আইসিসির সাম্প্রতিক পদক্ষেপ অত্যন্ত বিপজ্জনক নজির সৃষ্টি করেছে, যা আমেরিকান নাগরিকদের হয়রানি, নির্যাতন এবং সম্ভাব্য গ্রেফতারের ঝুঁকিতে ফেলতে পারে। আইসিসির এই আচরণ যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর হুমকি সৃষ্টি করে এবং আমাদের মিত্র ইসরায়েলসহ মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কার্যক্রমকে দুর্বল করে।
যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় এবং দেশটি বহুবার মার্কিন কর্মকর্তা বা নাগরিকদের ওপর আদালতটির কোনো এখতিয়ার স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছে।
হোয়াইট হাউস অভিযোগ করেছে যে, ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের ওপর বাধা সৃষ্টি করছে আইসিসি অথচ ইরান ও ইসরায়েলবিরোধী গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডকে উপেক্ষা করছে।
আফগানিস্তানে মার্কিন বাহিনী যুদ্ধাপরাধ করেছে কিনা তা তদন্ত করায় প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে আইসিসির কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ট্রাম্প। পরে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন সেই নিষেধাজ্ঞা তুলে নেয়।
বিশ্বের ১২০টিরও বেশি দেশ আইসিসি গঠনের ভিত্তি রোম সংবিধিতে স্বাক্ষর করেছে এবং আরো ৩৪টি দেশ এটি ভবিষ্যতে অনুমোদন করতে পারে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল রোম সংবিধির সদস্য নয়।
বিনিয়োগবার্তা/এসএএম//