জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থীদের নতুন ছাত্র সংগঠন গঠনের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে শিগগিরই নতুন ছাত্রসংগঠন গঠন করতে যাচ্ছে শিক্ষার্থীরা। কোনো লেজুড়বৃত্তিক রাজনীতি চর্চা করবে না এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করবে তারা। তবে কবে নাগাদ সংগঠনটি আত্মপ্রকাশ করবে তা জানানো হয়নি।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে নতুন রাজনৈতিক ছাত্রসংগঠন গঠনের প্রক্রিয়া’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে নবগঠিত ছাত্রসংগঠনের নেতৃত্বে কারা আসবে তা জানানো হয়নি। তবে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে শিগগিরই আত্মপ্রকাশের তারিখ জানিয়ে দেয়া হবে বলে জানান নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের ও আবু বাকের মজুমদার।
নতুন ছাত্রসংগঠন গঠনের লক্ষ্যে সোমবার ও আগামীকাল মঙ্গলবার সারাদেশে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে জনমত জরিপ ও সদস্য সংগ্রহ করা হবে। অনলাইন ও অফলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, সম্ভাব্য সকল কলেজ, স্কুল ও মাদরাসায় এ প্রচারণা চালানো হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের বলেন, ‘আমাদের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানই ভিত্তি। সকলের অংশগ্রহণে গঠিত হতে যাওয়া নতুন রাজনীতিই আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক ছাত্ররাজনীতি গড়ে তুলতে হবে, যেখানে পরিচয়ের ভিত্তিতে কাউকে অবমূল্যায়ন করা হবে না।’
তিনি বলেন, ‘ভিন্নমতকে ট্যাগিং-এর মাধ্যমে বিভক্ত করার যে রাজনীতি প্রচলিত, তা কখনোই জনমানুষের পক্ষে যেতে পারে না। সেই রাজনীতিতে মানুষ পরিচয় গৌণ হয়ে যায় এবং এটি প্রকৃত অর্থে জনগণের অধিকারের পক্ষে অবস্থান নিতে পারে না। আমরা বিভাজনের রাজনীতি ও অপরায়নের (demonization) বিরুদ্ধে।’
আব্দুল কাদের বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা হয়েছে, তা বাস্তবায়নের জন্য আমরা সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।
বিনিয়োগবার্তা/এসএএম//