Square Pharmaceuticals PLC

১৫ লাখ শেয়ার ক্রয় করবেন স্কয়ার ফার্মার এমডি

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তপন চৌধুরী শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। তাঁর ঘোষণাকৃত শেয়ারের বাজারদর সাড়ে ৩২ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির এমডি তপন চৌধুরী ১৫ লাখ শেয়ার ক্রয় করবেন। মঙ্গলবার (০৪ মার্চ) শেয়ারটির দর সর্বোচ্চ ২১৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হচ্ছে। সেই অনুযায়ী ক্রয়ের ঘোষণাকৃত শেয়ারের বর্তমান বাজার মূল্য ৩২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক/ব্লক মার্কেট থেকে ঘোষণাকৃত শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ক্রয় সম্পন্ন করবেন তিনি। 

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)