১২ দলীয় জোটের ইফতার মাহফিলে তারেক রহমান
যেকোনো মূল্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে হবে
নিজস্ব প্রতিবেদক: যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২২ মার্চ) রাজধানীতে ১২ দলীয় জোট আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকতে পারে, তবে সমস্যা সৃষ্টি হলে আলোচনায় বসবো। যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে, যাতে পতিত স্বৈরাচার শক্তি আমাদের কাঁধে চেপে বসতে না পারে। আদর্শ ভিন্ন হলেও আমরা দেশ ও দেশের মানুষের জন্য এক।
তিনি বলেন, দেশে এক উদ্ভট পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। গণতন্ত্র হচ্ছে, নির্ভয়ে নির্বাচন করা। অথচ, এটিকে সংস্কারের মুখোমুখি করা হচ্ছে। অনেকে বলেছেন, ‘সংস্কারের আগে নির্বাচন হবে না।’ সংস্কার তো শেষ হয় না। এটি চলমান প্রক্রিয়া।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দুই বছর আগে স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য ৩১ দফা দিয়েছি। বিএনপির মূল লক্ষ্য দেশ ও দেশের জনগণের জন্য কাজ করা।
বিনিয়োগবার্তা/শামীম//