শক্তিশালী ভূমিকম্প
মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ১০০২ জন, আহত আরও ২ হাজার ৩৭৬
ডেস্ক রিপোর্ট: শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২ জনে দাঁড়িয়েছে। আর আহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৭৬ জনে।
শনিবার (২৯ মার্চ) দেশটির জান্তা সরকার এ তথ্য জানিয়েছে। খবর: এএফপি।
মিয়ানমারের সামরিক সরকার এক বিবৃতিতে জানায়, দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ২ জনের মৃত্যু এবং ২ হাজার ৩৭৬ জন আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নেমে এসেছে বিপর্যয়। দেশটিতে সহস্রাধিক প্রাণহানির আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মিয়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও। দুই দেশেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ইউএসজিএসের তথ্যমতে, মিয়ানমারের স্থানীয় সময় গতকাল দুপুর ১২টা ৫০ মিনিটে আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার তীব্র ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির মধ্যাঞ্চলীয় শহর মান্দালয়। প্রায় ১১ মিনিট পর ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প-পরবর্তী কম্পন (আফটার শক) অনুভূত হয়। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ, ভারত, চীন ও ভিয়েতনামেও। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পে ১০ হাজার থেকে ১ লাখ মানুষের প্রাণহানি হতে পারে এবং অর্থনৈতিক ক্ষতির পরিমাণ মিয়ানমারের জিডিপির ৭০ শতাংশ পর্যন্ত যেতে পারে।
বিনিয়োগবার্তা/এসএএম//