Walton Received Exelence in Investment Award

ওয়ালটন পেল - এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়ালটন ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে ইএসজি (পরিবেশ, সামাজিক ও সুশাসন) ক্ষেত্রসহ বিভিন্ন খাতে বিনিয়োগে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

বুধবার (৯ এপ্রিল) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫’- এর উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমের হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এবং বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

পুরস্কার গ্রহণের প্রতিক্রিয়ায় এস এম মাহবুবুল আলম বলেন, “ওয়ালটন দেশের ইলেকট্রনিক্স ও হাই-টেক শিল্পখাতে টেকসই প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনী প্রযুক্তিপণ্যে ব্যাপক বিনিয়োগ করেছে। যার মাধ্যমে দেশীয় শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এবং লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।”

তিনি আরও জানান, “আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয়ভাবে প্রযুক্তিপণ্য উৎপাদন ও রপ্তানিতে ওয়ালটন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পাশাপাশি, চতুর্থ শিল্পবিপ্লবের যুগোপযোগী অটোমেশন প্রযুক্তিতে বিনিয়োগ এবং গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।”

পরিবেশ সুরক্ষার প্রতিও ওয়ালটনের প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বলেন, “গাজীপুরের হেডকোয়ার্টারে ৬.৫ মেগাওয়াট রুফটপ সোলার প্রকল্প ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং আরও ১৩.৫ মেগাওয়াট সৌর প্রকল্প বাস্তবায়নাধীন। ওয়ালটনের রয়েছে ৫০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারে অগ্রণী ভূমিকা রাখছে।”

তিনি সরকার ঘোষিত কার্বন নিঃসরণ হ্রাস ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ওয়ালটনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, “টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব শিল্পায়নের মাধ্যমে ওয়ালটন দেশীয় অর্থনীতিকে আরও এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ।”

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা অংশ নেন, যেখানে ওয়ালটনের এই অর্জন দেশীয় প্রযুক্তি খাতে আন্তর্জাতিক স্বীকৃতির প্রতীক হয়ে ওঠে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)