Chief Advisor Chance to Build New Country

কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২১ এপ্রিল কাতার সফরে যাচ্ছেন। সেখানে তিনি আর্থনা (আমাদের পৃথিবী) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। কাতারের দোহায় ২২-২৩ এপ্রিল এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

কাতার ফাউন্ডেশনের উদ্যোগে এবার দ্বিতীয়বারের মতো আর্থনা শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে স্পিকার হিসেবে যোগ দেয়ার জন্য এরই মধ্যে আয়োজকদের পক্ষ থেকে ড. ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাতে তিনি সম্মতি জানিয়েছেন বলে জানা গেছে। সম্মেলনে যোগ দিতে ২১ এপ্রিল ড. ইউনূস কাতারের উদ্দেশে যাত্রা করবেন।

কাতার ও অন্যান্য উষ্ণ দেশগুলো জলবায়ু পরিবর্তন ও শুষ্ক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে করণীয় নির্ধারণে আর্থনা সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ছাড়াও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ইব্রাহিম থিওয়া, ইরিনার ডেপুটি ডিরেক্টর গৌরি সিং, আইইউসিএনের ডিরেক্টর জেনারেল ড. গ্রিথেল এগুইলার প্রমুখ বক্তব্য দেবেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)