China Imposed 125 Parcent Tariff on USA Product

মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করল চীন

ডেস্ক রিপোর্ট: মার্কিন পণ্য আমদানিতে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছে চীন। এর আগে চীনের ওপর যুক্তরাষ্ট্র সর্বশেষ ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। চীনের অর্থমন্ত্রী শুক্রবার (১১ এপ্রিল) যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্কবৃদ্ধির এ ঘোষণা দিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আগ্রাসী শুল্কনীতি ঘোষণার পর থেকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ চলছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি শুল্ক আরোপের ফলে পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠছে। এর মধ্যে চীন নতুন করে মার্কিন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিল।

বেইজিং জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের আরোপিত আর কোনো শুল্কের জবাব দেবে না। চীনের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান শুল্কের মাত্রা বাজারে যুক্তরাষ্ট্রের পণ্যের গ্রহণযোগ্যতা প্রায় শূন্যে নামিয়ে এনেছে। তাই এ পর্যায়ের পর আর প্রতিক্রিয়ার প্রয়োজন নেই।

বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র এখন কেবল সংখ্যার খেলা খেলছে। এর আর কোনো বাস্তব অর্থনৈতিক তাৎপর্য নেই। ওয়াশিংটন যদি এ খেলা চালিয়েই যায়, বেইজিং সেটিকে আর গুরুত্ব দেবে না।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, ট্রাম্প প্রশাসনের লাগাতার শুল্কবৃদ্ধির জন্যই বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা, বাজারে ধস এবং বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থায় বিপর্যয় দেখা দিয়েছে। এর পূর্ণ দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে।

চীনের দাবি, অন্যান্য দেশের ওপর শুল্ক সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছেন আংশিকভাবে চীনের চাপেই। তবে চীনের প্রতি ‘অশ্রদ্ধার’ কারণ দেখিয়ে তিনি চীনা পণ্যে শুল্ক আরো বাড়িয়েছেন।

এর আগে বুধবার চীনা পণ্যে শুল্ক ১২৫ শতাংশে উন্নীত করেছিল যুক্তরাষ্ট্র। জবাবে বৃহস্পতিবার চীনও ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ৮৪ শতাংশ শুল্ক আরোপ করেছিল। শুক্রবারের সিদ্ধান্তে সেটিই ১২৫ শতাংশে উন্নীত হলো।

যুক্তরাষ্ট্রের হিসাবে, ২০২৪ সালে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৫৮২ দশমিক ৪ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছিল। চলমান শুল্কযুদ্ধের কারণে দুই দেশের মধ্যে পণ্যবাণিজ্য ৮০ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে বুধবার জানিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)। সূত্র: বিবিসি ও সিএনএন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)