বিএসইসি কর্মকর্তা-কর্মচারী

কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় কমিশনার মোহসিন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় বিএসইসি চেয়ারম্যান বলেন, জাতীয় স্বার্থে এবং দেশের শেয়ারবাজার ও অর্থনীতির টেকসই উন্নয়নে আমাদের সবাইকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টায় বিএসইসির কার্যক্রম আরও গতিশীল হবে এবং শেয়ারবাজারে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে।

চেয়ারম্যান ও অন্যান্য কমিশনাররা আগের সব ভুলভ্রান্তি পেছনে ফেলে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান এবং কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আশ্বাস প্রদান করেন।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)