1000005333

বাংলাদেশের উদ্বেগ

ভারত-পাকিস্তানকে সংযম প্রদর্শন ও শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে উভয় দেশকে সংযম প্রদর্শন ও শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার এই পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। আমরা উভয় দেশকে উত্তেজনা না বাড়ানোর ও এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে।

এতে বলা হয়, বাংলাদেশ আশাবাদী যে আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার স্বার্থে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত 

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)