যুদ্ধ কেউ চায় না, উত্তেজনা প্রশমনের দায়িত্ব পাকিস্তানের: কাশ্মীরের মুখ্যমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা এবং তারপর পাকিস্তানের পাল্টা জবাবকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি চলছে। বিষয়টি নিয়ে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ কেউ চায় না ঠিকই, কিন্তু ‘উত্তেজনা প্রশমনের’ দায়িত্ব পাকিস্তানের।
সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেছেন, পাকিস্তানের কোনো সামরিক বা বেসামরিক এলাকার পরিবর্তে সন্ত্রাসীদের আস্তানাগুলোকে ভারত লক্ষ্যবস্তু করেছে। কিন্তু পাকিস্তান কিছু এলাকায় বোমা হামলা চালিয়ে আমাদের সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে।
ওমর আবদুল্লাহ জানিয়েছেন, সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখার নিকটবর্তী এলাকার স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছেন তিনি এবং প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছেন। তবে জনসাধারণকে আশ্বস্ত করে জানিয়েছেন যে আতঙ্কিত হওয়ার দরকার নেই।
বিনিয়োগবার্তা/ডিএফই//