Ekhon Charge

কুমিল্লায় চালু হলো দেশের দ্বিতীয় ডিসি ফাস্ট চার্জিং স্টেশন “এখন চার্জ”

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড  (PMIL)-এর একটি উদ্যোগ এবং দেশের প্রথম পাবলিক ইলেকট্রিক ভেহিকেল (EV) চার্জিং নেটওয়ার্ক কোম্পানি  “এখন চার্জ” কুমিল্লায় তাদের দ্বিতীয় ডিসি ফাস্ট চার্জিং স্টেশন চালু করেছে। এর আগে ঢাকার তেজগাঁও-এ দেশের প্রথম পাবলিক হাই-স্পিড ডিসি চার্জিং স্টেশন চালুর মাধ্যমে ইভি চার্জিং পরিকাঠামোর ভিত্তি স্থাপন করে প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড। এই উদ্যোগ দেশের টেকসই পরিবহন খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইভি ব্যবহারকারীদের জন্য আরও সহজলভ্য ও  নির্ভরযোগ্য চার্জিং সুবিধা নিশ্চিত করবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে, কাবাব এক্সপ্রেস রেস্টুরেন্টে (চৌদ্দগ্রাম, চিওড়া, কুমিল্লা) অবস্থিত এই স্টেশনটি ইভি মালিকদের জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য চার্জিং সুবিধা প্রদান করবে, যা দীর্ঘ দূরত্বের যাত্রাকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। ১৮০ কিলোওয়াট ক্ষমতার এই চার্জিং সুবিধায় মাত্র ২০  মিনিটেই সম্পূর্ণ চার্জ করা সম্ভব। স্টেশনটি সকল ব্র্যান্ডের (CCS2 compliant) ইভি গাড়ির জন্য উন্মুক্ত। স্থানীয় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে, প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড তাদের নিজস্ব ইনহাউস টেকনোলজি বিভাগ এর মাধ্যমে একটি স্বতন্ত্র মোবাইল অ্যাপ এবং চার্জিং নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেছে। ব্যবহারকারীরা সহজেই iOS অ্যাপস্টোর এবং গুগল প্লেস্টোর থেকে “Ekhon Charge”  অ্যাপটি ডাউনলোড করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। অ্যাপের মাধ্যমে চার্জিং স্টেশনের অবস্থান খুঁজে পাওয়া, চার্জিং শুরু করা, চার্জিং সময় ট্র্যাক করা এবং বিল পরিশোধসহ পুরো চার্জিং প্রক্রিয়া সহজ ও সম্পূর্ণ ব্যবহারবান্ধব অভিজ্ঞতায় সম্পন্ন করা যাবে।

উন্নত প্রযুক্তি সেবা নিশ্চিত করতে, প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড সিমেন্স (Siemens), ভল্টিক (Volttic), অরোরা (Aurora) এবং  টিবিইএ (TBEA)-এর মতো বৈশ্বিক প্রযুক্তি  প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করেছে। বর্তমানে প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড (PMIL)- এর  “এখন চার্জ” দেশের উত্তর ও পূর্বাঞ্চলে ডিসি ফাস্ট চার্জিং স্টেশন সম্প্রসারণের কাজ চালিয়ে যাচ্ছে।  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই প্রথম ডিসি ফাস্ট চার্জারসহ সকল প্রকল্পের সম্পূর্ণ অর্থায়ন ও বাস্তবায়ন করেছে প্রতিষ্ঠানটি। 

সম্প্রতি এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন আব্দুস সালাম টোটন – সিনিয়র ম্যানেজার, অ্যাডমিন;  রাকাত জাহান আহমেদ শাহরীন – ম্যানেজার, সাপ্লাই চেইন ও অপারেশনস; মোঃ সোহাগ খান – ম্যানেজার, এইচআর ও অ্যাডমিন এবং ইভি পার্টনার হিসেবে অংশগ্রহণ করে বিওয়াইডি  (BYD) বাংলাদেশ।  অনুষ্ঠানে বিওয়াইডি বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন - মিথুন ভট্টাচার্য – নেটওয়ার্ক ডেভেলপমেন্ট প্রধান; ফাহমিদ ফেরদৌস – বিক্রয় প্রধান; মোজ্জাম্মেল হক – সার্ভিস প্রধান।

ইলেকট্রিক ভেহিকেল (EV) ব্যবহার প্রচলিত ফুয়েলচালিত গাড়ির তুলনায় প্রায় ৭০% কম খরচে গাড়ি চালানোর সুযোগ দেয়। তেলের পরিবর্তে বিদ্যুৎ ব্যবহার করার ফলে দীর্ঘ মেয়াদে খরচ উল্লেখযোগ্যভাবে সাশ্রয়ী হয়। একইসাথে, ইভি গাড়ি কার্বন নিঃসরণ করে না, যা পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের মতো একটি দেশের জন্য, যেখানে দূষণ একটি বড় সমস্যা, সেখানে ইভির ব্যবহার বৃদ্ধি অপরিহার্য।

প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড সহজলভ্য, সাশ্রয়ী এবং টেকসই চার্জিং সেবা নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশের ইভি পরিবেশকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। চার্জিং নেটওয়ার্ক ব্র্যান্ড “এখন চার্জ”  বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক এবং নগরকেন্দ্র যেমন শপিং মল, রিসোর্ট, সিনেমা হল সহ বিভিন্ন স্থানে চার্জিং স্টেশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশের টেকসই ভবিষ্যতের পথে অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে। 

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)