যেসব আইডি ও গ্রুপের প্রতারণা থেকে বিনিয়োগকারীদের সতর্ক করলো বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারকচক্র পুঁজিবাজারে বিনিয়োগের জন্য লোভনীয় প্রস্তাব দিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রাথমিক অনুসন্ধানে কিছু ফেসবুক পৃষ্ঠা, ব্যক্তিগত পরিচিতি এবং গ্রুপের সন্ধান পাওয়া গেছে, যেগুলো এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমের সঙ্গে জড়িত।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্ট পৃষ্ঠা, পরিচিতি ও গ্রুপের নাম এবং লিংক নিচে তুলে ধরা হলো:
ক্রম পরিচিতি/গ্রুপের নাম লিংক
১। শখের শেয়ার বাজার https://www.facebook.com/profile.php?id=61579790072044
২। বিডি স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) https://www.facebook.com/groups/391580888653809/
৩। মোমিন ডিএসই https://www.facebook.com/groups/391580888653809/user/100016058347627/
৪। আশাকা রাসুল নোমানি https://www.facebook.com/groups/391580888653809/user/100008105401350/
৫। শেয়ার মার্কেট সাকসেস স্ট্র্যাটেজিস https://www.facebook.com/groups/391580888653809/user/61574056896483/
৬। বাজার বিশ্লেষণ https://www.facebook.com/profile.php?id=61579257136367
৭। আশিকুর রহমান আশিক https://www.facebook.com/asikura.rahamana.asika.371807
৮। আনিকা সারাহ (পরামর্শ ও সম্পদ ব্যবস্থাপনা) https://www.facebook.com/anika.sarah.142
৯। পাবলিক বিজনেস ক্লাব https://www.facebook.com/groups/1421914744614689/
১০। পরিকল্পিত বিনিয়োগ https://www.facebook.com/groups/1768873286596084/
১১। ক্যালেব রাইট https://www.facebook.com/profile.php?id=61579983105760
এসকল পৃষ্ঠা বা গ্রুপের মাধ্যমে নিয়মিতভাবে পুঁজিবাজারে বিভিন্ন সিকিউরিটিজের মূল্য হ্রাস-বৃদ্ধি সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা আইনবিরুদ্ধ।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (গবেষণা বিশ্লেষক) বিধিমালা, ২০১৩ অনুযায়ী শুধুমাত্র নিম্নোক্ত প্রতিষ্ঠানসমূহ গবেষণা বিশ্লেষক হিসেবে নিবন্ধিত হয়ে মতামত বা পরামর্শ প্রদান করতে পারে:
১। মার্চেন্ট ব্যাংকার
২। স্টক ডিলার বা স্টক ব্রোকার
৩। সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি
৪। বিনিয়োগ উপদেষ্টা
৫। স্বতন্ত্র গবেষণা প্রতিষ্ঠান
উল্লিখিত গ্রুপ/পরিচিতিগুলো এই বিধিমালার আওতায় নিবন্ধিত নয়। তাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের বিনিয়োগ পরামর্শ গ্রহণ থেকে সতর্ক থাকার জন্য সাধারণ বিনিয়োগকারীদের বিশেষভাবে অনুরোধ করা হলো।
এছাড়া বিনিয়োগের জন্য নিজ নামে উপশম হিসাব (বিও হিসাব) খোলা আবশ্যক, যা নিবন্ধিত স্টক ব্রোকার অথবা ডিপোজিটরি অংশীদার এর মাধ্যমে খোলা হয়। বিনিয়োগকারীদের অনুরোধ করা হচ্ছে—নিজ নামে উপশম হিসাব ব্যতিরেকে এবং বৈধ পন্থা ছাড়া পুঁজিবাজারে সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় অথবা আর্থিক লেনদেন করবেন না।
নিজস্ব স্বার্থে বিনিয়োগকারীরা নিশ্চিত হোন যে, সিকিউরিটিজ বা শেয়ার সংক্রান্ত লেনদেন তাঁদের নিজ নামে পরিচালিত উপশম হিসাবে সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে।
যেকোনো প্রতারণামূলক কার্যক্রম বা অনিয়ম সংক্রান্ত তথ্য পেলে তা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বাজার গোয়েন্দা বিভাগ-কে [intel@sec.gov.bd] ই-মেইল করার জন্য অনুরোধ করা হলো।
বিনিয়োগবার্তা/শামীম//