গ্যাস সংকটে হামিদ ফেব্রিক্সের কারখানা বন্ধ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত হামিদ ফেব্রিক্সের কারখানা বন্ধ করা হয়েছে গ্যাস সংকটে। এ সমস্যা সমাধান হলে পূণ:রায় চালু করা হবে কারখানা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির এক বিজ্ঞপ্তিতে এ তখ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, “হামিদ ফেব্রিক্স লিমিটেড” এর গ্যাস লাইনে প্রয়োজনীয় প্রেসার না থাকায় বিগত ০২ (দুই) বছর যাবৎ কারখানাটির উৎপাদন প্রক্রিয়া ধারাবাহিকভাবে ব্যহত হতে থাকে। এ অবস্থায় বিকল্প ব্যবস্থা হিসাবে কোম্পানীটি সিএনজি ও এলএনজি ব্যবহার করে এর উৎপাদন চালিয়ে যেতে থাকে।
কিন্তু গ্যাস সংকট আরও প্রবল আকার ধারন করায় কারখানাটি উৎপাদন প্রক্রিয়া মারাত্মক ভাবে ব্যহত হয়ে পড়ে। এমতাবস্থায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১২, ১৬ ধারা এবং বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ এর বিধি ২৫, ২৬ অনুযায়ী গত ২২ জুন হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়েছে।
তবে গ্যাস সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যা সমাধানের পর কারখানাটি পুনরায় চালু করা হবে।
বিবা/এসএএম//