ICB-1

সিলেটে আইসিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও এর আওতাধীন সাবসিডিয়ারি কোম্পানিসমূহের উদ্যোগে সিলেট শাখার সম্মানিত বিনিয়োগকারী ও সুধীজনের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সিলেটের হোটেল ডালাস-এ অনুষ্ঠিত হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিবি।

আইসিবি’র সিলেট শাখার শাখা প্রধান মোঃ সোহেল আহমদের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল হুদা।

সভায় বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মহাব্যবস্থাপকগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সম্মানিত বিনিয়োগকারীগণ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সম্মানিত বিনিয়োগকারীগণ তাদের বক্তব্যে আইসিবি’র গ্রাহক সেবা, পুঁজিবাজারে সুশাসন ফিরিয়ে আনা এবং অব্যবস্থাপনা রোধ সহ পুঁজিবাজার উন্নয়নে আইসিবি’র ভূমিকা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিবা/শামীম//


Comment As:

Comment (0)