শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ পাবে আংশিক রপ্তানিকারক প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে আংশিক রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এখন থেকে বন্ড লাইসেন্স না থাকলেও, নির্ধারিত শর্ত মেনে ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি করতে পারবে এসব প্রতিষ্ঠান।
গত ২৫ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।
সোমবার (২৯ সেপ্টেম্বর) এনবিআরের জনসংযোগ দপ্তরের মহাপরিচালক এ তথ্য জানিয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, অনেক রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন কারণে বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্স গ্রহণে সক্ষম হয় না। এসব প্রতিষ্ঠানকে সহায়তা দিতেই এ নীতিগত সুবিধা চালু করা হয়েছে। এখন থেকে এসব প্রতিষ্ঠান আমদানি করা কাঁচামালের ওপর নির্ধারিত শুল্ক ও কর পরিশোধের পরিবর্তে একই মূল্যের একটি ব্যাংক গ্যারান্টি জমা দিয়ে শুল্কমুক্ত সুবিধা গ্রহণ করতে পারবে।
এ সিদ্ধান্তের ফলে রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন সক্ষমতা পূর্ণমাত্রায় কাজে লাগাতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়বে এবং দেশের সামগ্রিক রপ্তানি বাণিজ্যে গতি আসবে বলে মনে করছে এনবিআর।
এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এটি বিশেষত ক্ষুদ্র ও মাঝারি রপ্তানিকারক প্রতিষ্ঠানের জন্য বড় ধরনের স্বস্তির বার্তা। কারণ, বন্ড লাইসেন্স প্রাপ্তি ও ব্যবস্থাপনা অনেক সময় জটিল এবং ব্যয়বহুল হয়ে ওঠে, যা এ সুবিধার মাধ্যমে অনেকটাই লাঘব হবে।
এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, শুল্কমুক্ত সুবিধা গ্রহণের ক্ষেত্রে আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা কাঁচামালের ওপর কাস্টমস কর্তৃক নির্ধারিত শুল্ক ও করের সমপরিমাণ একটি বৈধ ব্যাংক গ্যারান্টি দিতে হবে। এ প্রক্রিয়ায় বন্ড ব্যবস্থাপনার অন্যান্য শর্তাবলীও প্রযোজ্য থাকবে।
বিবা/এসএএম//