ওয়াজিদ হাসান শাহ

বিআইসিএমের নতুন নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যা‌পিটাল মার্কেট (বিআই‌সিএম)-এর নির্বাহী প্রে‌সিডেন্ট হিসেবে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ ওয়াজিদ হাসান শাহ। আজ সোমবার (৬ অক্টোবর) তিনি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে যোগদান পত্র জমা দেন।

ওয়াজিদ হাসান শাহ যুক্তরাষ্ট্রের Truman State University থেকে BSc (Economics), University of Missouri-Columbia থেকে MA (Economics) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA থেকে MBA (Development Management) ডিগ্রী অর্জন করেন।

সর্বশেষ তিনি বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য (অতিরিক্ত সচিব) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি বিআইসিএম-এ পরিচালক (স্টাডিজ) ও বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)-এ রিসার্চ ফেলো হিসেবে কর্মরত ছিলেন।

ওয়াজিদ হাসান শাহ ইউএনডিপি, এফএও, আইএলও, আইওএম, ডাব্লিউএফপি, ইউএন উইমেন, ডাব্লিউএইচওসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। এছাড়াও ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আইএফসি), ওয়ার্ল্ড ব্যাংক ও ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইন্সটিটিউট (আইএফপিআরআই) সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কনসালটেন্ট হিসেবে তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

এদিকে তিনি সোমবারই বিআইসিএমে তাঁর কাজ শুরু করেন। সংস্থার পরিচালক (অর্থ ও প্রশাসন) নাজমুছ সালেহীনসহ অন্যান্য কর্মকর্তারা তাকে ইনস্টিটিউটে ফুল দিয়ে স্বাগত জানান।

বিবা/শামীম//


Comment As:

Comment (0)