আমান কটন

আমান কটন ফাইবার্সের নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আমান কটন ফাইবার্সের নাম পরিবর্তনে সম্মতি দিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির নাম ‘আমান কটন ফাইবার্স লিমিটেড’ এর পরিবর্তে ‘আমান কটন ফাইবার্স পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই।

আগামি বৃহস্পতিবার (০৯ অক্টোবর) থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হবে। নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

বিবা/শামীম//


Comment As:

Comment (0)