এবারের বিশ্ব সুন্দরী ইরিস মিতেনায়েরে
বিনিয়োগবার্তা ডেস্ক: ফ্রান্সের ইরিস মিতেনায়েরে এবারের বিশ্ব সুন্দরী হিসেবে নির্বাচিত হয়েছেন।
গত রবিবার (২৯ জানুয়ারি) রাতে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত হয়েছে মিস ইউনিভার্স ২০১৬-এর মূল পর্ব। এই অনুষ্ঠানে সেরার মুকুট পড়েছেন মিস ফ্রান্স ইরিস মিতেনায়েরে।
এছাড়া মিস হাইতি রাকুয়েল পেলিসিয়ের হয়েছেন প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন মিস কলম্বিয়া আন্দ্রে টোভার।
এবারের প্রতিযোগিতায় সেরা ১০ এর তালিকায় ছিলেন- মিস কেনিয়া, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পেরু, পানামা, ফিলিপাইনস, কানাডা, ব্রাজিল, থাইল্যান্ড এবং মিস যুক্তরাষ্ট্র।
নবনির্বাচিত মিস ইউনিভার্স ইরিস মিতেনায়েরে ফ্রান্সের রাজধানী প্যারিসে বসবাস করেন। তিনি ডেন্টাল সার্জারি নিয়ে পড়ালেখা করছেন।
(এমআইআর/ ৩০ জানুয়ারি ২০১৭)