স্মার্টফোন ও ট্যাব মেলায় পণ্য কিনে এলইডি টেলিভিশন ও এসি পেলেন শাহাদাত এবং সেলিম
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মোবাইল ফোন কিনে এলইডি টেলিভিশন ও এসি পেয়েছেন শাহাদাত হোসেন এবং সেলিম রেজা। তিন দিনব্যাপী টেকশহরডটকম স্মার্টফোন ও ট্যাব মেলার শেষ দিনে স্যামসাংয়ের স্টলে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ব্যবসায়ী সেলিম রেজা মেলার শেষ দিনে স্যামসাং গ্যালাক্সি জে৭ নেক্সট মডেলের ফোনটি কিনেন ১৭ হাজার ৯০০ টাকায়। এরপর লটারির মাধ্যমে তিনি পেলেন একটি এসি। এছাড়া ১২ হাজার ৯৯০ টাকায় টাকায় গ্যালাক্সি জে২ প্রো কিনে লটারিতে টেলিভিশন পেলেন আরেক ভাগ্যবান ক্রেতা শাহাদাত হোসেন।
টেকশহর ডটকম স্মার্টফোন মেলায় স্যামসাংয়ের কর্মকর্তারা লটারি বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।
উল্লেখ্য, টেকশহরডটকম স্মার্টফোন ও ট্যাব মেলাটি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে একটানা শনিবার (০৫ আগস্ট) পর্যন্ত চলে। প্রতিদিন সকাল ৯টা হতে রাত ৮টা পর্যন্ত হলে এ মেলা।
(এসএএম্ ০৬ আগস্ট ২০১৭)