বাজার দখলে আসছে ৫টি বিশেষ স্মার্টফোন

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : আগামী অল্প কয়েক মাসের মধ্যেই বাজার দখলে আসছে ৫টি বিশেষ স্মার্টফোন । নতুন স্মার্টফোনগুলো বাজারে সাড়া ফেলবে বলে ধারণা প্রযুক্তি বিশ্লেষক ও সাধারন মানুষের ধারনা।

প্রযুক্তিবাজার বিশ্লেষকেরা ভাবছেন, ক্রেতারা দারুণ উৎসাহী হবেন ফিচার ও বিশেষ সুবিধার কথা চিন্তা করে নতুন স্মার্টফোনগুলো কেনার ব্যাপারে ।

নতুন স্মার্টফোনগুলোর মধ্যে থাকছে- আইফোন ৮, স্যামসাং গ্যালাক্সি নোট ৮, নকিয়া ৮, রেড হাইড্রোজেন ১ ও হুয়াওয়ে মেট ১০।

স্মার্টফোনগুলো সম্পর্কে ক্রেতাদের  জানা উচিৎ কেনার সময়।

আইফোন ৮:

আইফোন ৮-এর আকার আইফোন ৭-এর চেয়ে বড় হবে,
আইফোন ৮-এ ফিচার হিসেবে উন্নত রেটিনা ডিসপ্লে থাকবে,
ফেস অথেনটিকেশন থাকবে,
আইফোন ৮-এ যুক্ত হতে পারে অগমেন্টেড রিয়্যালিটি,
ডুয়াল ক্যামেরাযুক্ত ফোনটির নকশাতেও ব্যাপক পরিবর্তন আসতে পারে,
তারহীন চার্জিং প্রযুক্তি থাকবে,
ওএলইডি ডিসপ্লেযুক্ত হাই-অ্যান্ড বা ফ্ল্যাগশিপ প্রযুক্তি থাকবে এবং
দাম ১ হাজার মার্কিন ডলারের বেশি হবে এমন গুঞ্জন রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি নোট ৮:

ডিজিটাল কলম বা ‘এস পেন’ জনপ্রিয় গ্যালাক্সি নোট ৮ এ,
নতুন নোট ৮-এ বিশেষ গুরত্ব দিচ্ছে ব্যাটারির দিকে,
আঙুলের ছাপ নেওয়ার সেন্সর থাকছে এর পর্দার নিচেই,
সামনে ও পেছনে দুই ক্যামেরা বা ডুয়াল ক্যামেরা থাকবে,
নতুন নোট ৮-এর সঙ্গে থাকবে উন্নত বিক্সবি ডিজিটাল সফটওয়্যার,
নোট ৮-এর পর্দা ৬.৪ ইঞ্চির হতে পারে,
এতে থাকছে স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর,
৬ গিগাবাইট র‍্যাম,
৬৪ গিগাবাইট রম এবং
৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং
নোট ৮ ফোনের দাম ৯০০ মার্কিন ডলার থেকে শুরু হতে পারে।

নকিয়া ৮:

অ্যান্ড্রয়েড ৮.০-চালিত নকিয়া ব্র্যান্ডের নতুন একটি স্মার্টফোন বাজারে আনতে পারে ফিনল্যান্ডের প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল,
নকিয়া ৮ হচ্ছে হাই-এন্ড স্মার্টফোন,
স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর,
চার জিবি র‍্যাম,
ডুয়াল সিম,
৬৪ জিবি ইন্টারনাল মেমোরি থাকবে,
এতে কোয়াড এইচডি (১৪৪০ বাই ২৫৬০ পিক্সেল) ডিসপ্লে থাকবে,
ডিসপ্লের মাপ হবে ৫ দশমিক ৩ ইঞ্চি,
এতে জেইস ব্র্যান্ডের ক্যামেরা থাকবে,
চারটি রঙে বাজারে আসবে নকিয়া এবং
এর দাম হতে পারে ৬০০ মার্কিন ডলার।

রেড হাইড্রোজেন ওয়ান:

রেড হাইড্রোজেন ওয়ান বাজারে আনছে যুক্তরাষ্ট্রের সিনেমা ক্যামেরা নির্মাতা রেড,
হলোগ্রাফিক ডিসপ্লেযুক্ত থাকবে,
পাঁচ ইঞ্চি মাপের অ্যান্ড্রয়েড-চালিত ফোন হবে এটি,
স্টেরিও শব্দকে মাল্টিডাইমেনশনার অডিওতে রূপান্তর করতে পারবে,

ফোনটির বিশেষত্ব হবে মডুলার সংযুক্তি অর্থাৎ এতে বিভিন্ন যন্ত্রাংশ সংযুক্ত করার সুবিধা থাকবে,
ফোনটির সঙ্গে রেডের সিনেমা ক্যামেরা যুক্ত করে কাজ করা যাবে এবংঅ্যালুমিনিয়াম কাঠামোর ফোনটির দাম শুরু হয়েছে ১ হাজার ১৯৫ মার্কিন ডলার থেকে ও টাইটানিয়াম কাঠামোর ফোনের দাম ১ হাজার ৫৯৫ মার্কিন ডলার।

হুয়াওয়ে মেট ১০:

কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত প্রসেসর,
নতুন ফোনটিতে দীর্ঘস্থায়ী ব্যাটারি,
দ্রুত চার্জিং প্রযুক্তি এবং
উন্নত ক্যামেরা থাকবে।

(এম আর / ৬ আগষ্ট, ২০১৭)


Comment As:

Comment (0)