দক্ষিণ এশিয়ায় আসতে সাবধান করেছেন ট্রাম্প
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ অন্যান্য দেশে ভ্রমণের ব্যাপারে নাগরিকদের সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক সতর্কবার্তায় এ তথ্য জানায় দেশটির প্রশাসন।
সতর্কবার্তায় বলা হয়, এসব দেশে জঙ্গি-সন্ত্রাসীদের হামলার আশঙ্কা রয়েছে। তাই এ অঞ্চলে মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্ক থাকতে হবে।
ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট প্রচারিত বার্তায় বলা হয়, ‘দক্ষিণ এশিয়ায় বেশ কিছু সন্ত্রাসবাদী সংগঠনের উপস্থিতি সম্পর্কে অবহিত আমেরিকা সরকার। ওই অঞ্চলে মার্কিন সাহায্য, নাগরিক ও আমেরিকার নীতির বিরুদ্ধে তারা একাধিক জঙ্গি আক্রমণের পরিকল্পনা করেছে। নাগরিকদের অনুরোধ করা হচ্ছে যাতে তাঁরা আফগানিস্তানে ভ্রমণ এড়িয়ে যান। এই রাষ্ট্রের কোনও অঞ্চলই হিংসাত্মক হামলা থেকে নিরাপদ নয়।’
বার্তায় পাকিস্তান সম্পর্কে বলা হয়, ‘পাকিস্তানে বেশ কিছু জঙ্গি সংগঠন, মৌলবাদী গোষ্ঠী এবং অন্যান্য সন্ত্রাসবাদী প্রতিষ্ঠান সক্রিয় রয়েছে। আমেরিকার নাগরিকের জন্য এই দেশে ভ্রমণ বিপজ্জনক।’
সেই সঙ্গে ভারত সম্পর্কে মার্কিন প্রশাসনিক বার্তায় বলা হয়েছে, ‘সাম্প্রতিক আপত্কালীন বার্তায় সতর্ক করা হয়েছে যে, ভারতেও চরমপন্থী সংগঠনগুলো সক্রিয় রয়েছে।’
আর বাংলাদেশ সম্পর্কে জানানো হয়েছে, ‘এ যাবত বাংলাদেশে সন্ত্রাসবাদীদের আক্রমণের নিশানায় পড়েছে বিভিন্ন সংগঠন। সে দেশে ভ্রমণের ব্যাপারে সতর্ক থাকা জরুরি।’
এদিকে, এদিনই অভিবাসন রুখতে বিশেষ নির্দেশনামায় সই করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২৭ জানুয়ারি এক নির্বাহী আদেশের মাধ্যমে ইরাকসহ ওই ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দেন ট্রাম্প। আজ এক সংশোধনীর মাধ্যমে তালিকা থেকে ইরাককে বাদ দেওয়া হয়।
(ইউএম/ ০৭ মার্চ ২০১৭)