আইফোন-৮ বাজারে আসছে ১২ সেপ্টেম্বর

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : মোবাইল ফোনের দুনিয়ায় এক অনন্য নাম অ্যাপলের আইফোন।। ক্রেতাদের কথা ভেবেই প্রযুক্তি কোম্পানি অ্যাপল বাজারে নিয়ে আসছে আইফোন ৮।

প্রযুক্তি সংবাদের নির্ভরযোগ্য মাধ্যমের খবরে বলা হয়েছে, নানা মাত্রিক সুবিধা সমন্বিত নতুন এক আইফোন বাজারে আনছেন তারা। এ বছরের ১২ সেপ্টেম্বর অ্যাপল আইফোন বাজারে ছাড়ার কথা বলেছে।

তবে কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে এটাও বলা হচ্ছে যে অ্যাপল আইফোন ৮ বাজারে সীমিত আকারে ছাড়বে তারা। তাই সব গ্রাহক নাও পেতে পারে এটা।আবার অন্য খবরে বলা হচ্ছে আইফোন-৮ এ বছর সেপ্টেম্বরে বাজারে ছাড়ার কথা থাকলেও ২০১৮ সালের আগে এটা বাজারে আসবে না।

আইফোন ৮ এর ফিচার:

১.৬৪, ২৫৬ এবং ৫১২ জিবি তিন ধরনের স্টোরেজ অপশনে পাওয়া যাবে আইফোন ৮-এ।
২. এতে থাকবে ডুয়াল ক্যামেরা সেটআপ। ক্যামেরা হবে ৩ডি সেন্সর সম্পন্ন।
৩.এলইডি বেজেল-লেস প্যানেল থাকবে।
৪. ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা থাকবে।
৫. উন্নতমানের ওয়াটারপ্রুফিং সিস্টেম থাকবে এই ফোনে।
৬. কোনও হোম বাটন থাকবে না আইফোন ৮-এ।
৭. অ্যাপল আইফোনটি বাজার মূল্য হবে ৯০ হাজার থেকে এক লাখ টাকার মধ্যে।

(এম আর / ২৭ আগষ্ট, ২০১৭)


Comment As:

Comment (0)