ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য আখতারুজ্জামান
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: অধ্যাপক মো. আখতারুজ্জামানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভারপ্রাপ্ত উপাচার্যের (ভিসি) দায়িত্ব দিয়েছে সরকার। তিনি এ প্রতিষ্ঠানের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আজ (সোমবার) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আফরাজুর রহমান। তিনি বলেছেন, অধ্যাপক মো. আখতারুজ্জামানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এটি একটি সাময়িক নিয়োগ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বর্তমান উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হবার প্রেক্ষিতে ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার স্বার্থে ড. মো. আখতারুজ্জামানকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেয়া হয়েছে।
তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর চাইলে তাকে (আখতারুজ্জামান) যেকোনো সময় দায়িত্ব থেকে অব্যাহিত দিতে পারবেন।
ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক।
গেলো ২৪ আগস্ট বর্তমান উপাচার্য আরেফিন সিদ্দিকের মেয়ার শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হওয়ায় উপাচার্যের দায়িত্ব পাওয়া আখতারুজ্জামান সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।
(এমআইআর/ ০৫ সেপ্টেম্বর ২০১৭)