যান্ত্রিক ত্রুটিতে ল্যান্ডফোনের সঙ্গে মোবাইল ফোনের যোগাযোগ বিচ্ছিন্ন

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: যান্ত্রিক ত্রুটির কারণে বিটিসিএলের ল্যান্ডফোনের সঙ্গে অন্যান্য মোবাইলের যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে ল্যান্ডফোনের সঙ্গে অন্যান্য মোবাইলের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এর ফলে ঢাকাসহ চার বিভাগের ল্যান্ডফোনে মোবাইল ফোনে থেকে যোগাযোগ করা যাচ্ছে না।

মঙ্গলবার বিটিসিএলের জনসংযোগ ও প্রকাশনা পরিচালক মীর মোহাম্মদ মোরশেদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিসিএলের লাইন হতে উদ্ভুত ক্রটিপূর্ণ বিদ্যুৎ সরবরাহের কারণে মগবাজারস্থ বিটিসিএলের এ.এন.এস. গেটওয়ে এক্সচেঞ্জের কয়েকটি সিগনালিং কার্ড ক্রটি দেখা দেয়। যার ফলে বিটিসিএলের সাথে অন্যান্য মোবাইল গ্রাহকদের যোগাযোগ আজ সকাল থেকে বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, খুলনা, খুলনা ও সিলেটের গ্রাহকদের টেলিফোনে যোগাযোগ করা যাচ্ছে না।

তবে বগুড়া এবং বরিশালের গ্রাহকদের সাথে এবং বিটিসিএলের অন্যান্য নম্বরে যোগাযোগ করা সম্ভব হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরী ত্রুটি নিরসনে বিটিসিএলের প্রকৌশলীরা কাজ করছেন এবং আজকের মধ্যে সমস্যার সমাধান হতে পারে।

(এসএএম/ ০৫ সেপ্টেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)