১২ লাখ ইউরো জরিমানা ফেসবুককে

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ফেসবুককে ১২ লাখ ইউরো জরিমানা করেছে স্পেনের ডেটা সুরক্ষা সংস্থা।

স্পেনের কর্তৃপক্ষ বলছে, সামাজিক নেটওয়ার্ক ফেসবুক ৩ ক্ষেত্রে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তার আইন লঙ্ঘন করেছে।

ডেটা সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা জানায়, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বিশেষ করে তাদের মতাদর্শ, লিঙ্গ, ধর্মীয় বিশ্বাস,ব্যক্তিগত স্বার্থ, ব্রাউজিং অভ্যাসের তথ্য কিভাবে বিজ্ঞাপনে ব্যবহার করা হবে- সে তথ্য সরবরাহ করতে ফেসবুক ব্যর্থ হয়েছে।

তদন্তকারীদের মতে, ফেসবুক কর্তৃপক্ষ আরও অন্যায় করেছে, তারা মুছে দেওয়া অ্যাকাউন্টের ১৭ মাসেরও বেশি সময়ের তথ্যের গোপনীয়তা লঙ্ঘন করেছে। সূত্র: টেলিগ্রাফ

(এম আর / ১১ সেপ্টেম্বর, ২০১৭)


Comment As:

Comment (0)