‘বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ-২০১৭’ উপলক্ষে ‘ব্যবসায় পরিকল্পনা’ প্রতিযোগিতার আয়োজন ড্যাফোডিল ইউনিভার্সিটির
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: প্রতি বছরের ন্যায় এবারও আগামী ১৩-১৯ নভেম্বর বিশ্বের ১৭০টি দেশের ন্যায় বাংলাদেশেও উদযাপিত হতে যাচ্ছে গ্লোবাল এন্ট্রাপেনারশিপ উইক-২০১৭।
এ উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এন্ট্রাপ্রেনারশিপ বিভাগ পাঁচ দিনব্যাপী সেমিনার, কর্মশালা, স্টার্টআপ ফেয়ার, বিজনেস প্ল্যান কম্পিটিশিনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গ্লোবাল এন্ট্রাপেনারশিপ উইক ২০১৭ উৎযাপন করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়টির এন্ট্রাপ্রেনারশিপ বিভাগ শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছে বিজনেস প্ল্যান প্রতিযোগিতা। উদ্যোক্তা হতে আগ্রহী মেধাবী শিক্ষার্থীরা নিজেদের ব্যবসায়িক পরিকল্পনা সরাসরি অথবা ই-মেইলে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত দাখিল করতে পারবেন ।
প্রপোজাল পাঠানোর ঠিকানা: ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টার (সিডিসি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ৪/২ সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা। ইমেইল: cdc@daffodilvarsity.edu.bd। প্রতিযোগিতায় বিজয়ী সেরা ব্যবসায়িক পরিকল্পনা পাবে ১ লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিজয়ীরা পাবেন বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের নিকট থেকে ৩০ কোটি টাকা পর্যন্ত ফান্ড গ্রহণের সুযোগ।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগামী ১৩ নভেম্বর এন্ট্রাপেনারশিপ উইক ২০১৭’র উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এবং ১৯ নভেম্বর এন্ট্রাপেনারশিপ উইকের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরণ করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঊর্ধ্বতন সহকারি পরিচালক (জনসংযোগ) মোঃ আনোয়ার হাবিব কাজলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
(এসএএম/ ০৬ নভেম্বর ২০১৭)