১ম বর্ষ ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের ফল প্রকাশ

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

গড় উত্তীর্ণের হার শতকরা ৮৩ দশমিক ৩১ ভাগ।

গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশের ১ হাজার ৮১৬ টি কলেজের ৬৯৩ টি কেন্দ্রে ৩ লাখ ২০ হাজার ১৮৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

কলেজওয়ারী ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info) থেকে এবং যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu deg Reg. No লিখে 1622 নম্বরে Send করে ফল জানা যাবে।

এছাড়া ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোন আপত্তি বা অভিযোগ থাকলে ফল প্রকাশের পর ৭ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে।

(এমআইআর/ ০৯ নভেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)