১ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা থেকে সারাদেশে একযোগে শুরু হবে।
বুধবার এসএসসি ও সমমানের পরীক্ষার সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি।
এসএসসি পরীক্ষায় লিখিত পরীক্ষা শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। এরপর ব্যবহারিক পরীক্ষা হবে।
গত বছরের মতো এবারও মাধ্যমিক পরীক্ষায় শিক্ষার্থীদের বহুনির্বাচনী (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। পরে নেওয়া হবে সৃজনশীল/রচনামূলক অংশের পরীক্ষা। উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
(এম আর / ২২ নভেম্বর, ২০১৭)