ডেরিভেটিভস পণ্য লেনদেনে রিলায়েন্সসহ ১২ কোম্পানিকে সেবি’র নিষেধাজ্ঞা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে আগামী এক বছরের জন্য ইক্যুইটি ডেরিভেটিভস পণ্য লেদদেন করতে পারবে না রিলায়েন্স ইন্ডাস্ট্রিজসহ ১২টি কোম্পানি। গতকাল শুক্রবার এই নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (সেবি) ওই নির্দেশনায় বলেছে, রিলায়েন্সসহ মোট ১২ কোম্পানিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইক্যুইটি ডেরিভেটিভ মার্কেটে লেনদেন থেকে নিষিদ্ধ করা হয়েছে। আজ থেকে আগামী এক বছর কোম্পানিগুলো এই মার্কেটে লেনদেন করতে পারবে না।
ডেরিভেটিভ মার্কেট হলো এমন মার্কেট; যেখানে শেয়ার অগ্রিম দর নির্ধারণ করে লেনদেন হয়। এ পদ্ধতিতে বিনিয়োগকারীরা কোনো শেয়ারের তিন মাস বা নির্দিষ্ট কোনো সময়সীমা পরবর্তী শেয়ার দর নিয়ে লেনদেন করে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, ১০ বছর আগে বেআইনিভাবে রিলায়েন্স পেট্রোলিয়ামের শেয়ার আগাম লেনদেন করে মুনাফা করেছিল বলে অভিযোগ রয়েছে।
এই অভিযোগের ভিত্তিকে কোম্পানিটিকে ১ বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে রিলায়েন্সকে সুদ সমেত অবৈধভাবে মুনাফা করা ১ হাজার কোটি রুপি ফেরত দিতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, আগামী ৪৫ দিনের মধ্য এই অর্থ পরিশোধ করতে হবে।
এদিকে, কোম্পানিটির একজন মুখপাত্র জানিয়েছেন, তারা এই নির্দেশনার বিরুদ্ধে চালেঞ্জ করবে। তাদের দাবি, শেয়ারহোল্ডারদের স্বার্থের কথা মাথায় রেখেই লেনদেন করা হয়েছিল।
এর আগে অবশ্য রিলায়েন্স সেবির সঙ্গে আপোষ করার চেষ্টা করলেও তা প্রত্যাখান করে নিয়ন্ত্রক সংস্থা।
নিষিদ্ধ হওয়া অন্য কোম্পানিগুলো হলো- গুজরাট পেটকোক অ্যান্ড পেট্রো প্রোডাক্ট সাপ্লাই, আর্থিক কমার্সিয়ালস, এলপিজি ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়া, রেলপোল প্লাস্টিক প্রোডাক্ট, ফাইন টেক কমার্সিয়াল, পাইপলাইন ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়া, মোটেক সফটওয়্যার, দর্শন সিকিউরিটিজ, রিলস্টিকস ইন্ডিয়া, রিলজিস্টিকস রাজস্তান ও দারতি ইনভেস্টমেন্ট।
(এসএএম/ ২৬ মার্চ ২০১৭)