রাশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা গ্রেফতার

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: রাশিয়ার প্রধান রাজনৈতিক দলের নেতা অ্যালেক্সি নাভালনিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। দুর্নীতি বিরোধী সমাবেশ আয়োজনের অভিযোগ তাকে গ্রেফতার করা হয়।

রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বিষয়টি জানানো হয়েছে।

দুর্নীতির অভিযোগে রাশিয়ার প্রধানমন্ত্রী মেদভেদেভের পদত্যাগের দাবিতে দেশব্যাপী অনুষ্ঠিত র‌্যালিতে হাজারো মানুষ অংশ নেন। কিন্তু পূর্ব অনুমতি না নিয়ে র‌্যালি করার দায়ে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া একই অভিযোগে দেশের বিভিন্ন এলাকা থেকে কমপক্ষে ১২ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় পুতিনের বিরুদ্ধে নানা স্লোগান দেয়া হয়েছে বলেও দেশটির টেলিভিশনে জানানো

 

 

(ইউএম/ ২৬ মার্চ ২০১৭)


Comment As:

Comment (0)