উৎপাদন ও সরবরাহ কমাতে একমত তেল উৎপাদনকারী দেশগুলো

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দাম বাড়ানোর লক্ষ্যে তেলের উৎপাদন এবং সরবরাহ কমানোর সিদ্ধান্তকে আরও বাড়ানোর পক্ষে একমত হয়েছে তেল উৎপাদনকারী দেশগুলো। তেল কম উৎপাদনের নির্ধারিত সময় আরও ৬ মাস বাড়িয়ে চলতি ২০১৭ সালের শেষ পর্যন্ত বর্ধিতকরণের সিদ্ধান্ত নিয়েছে তারা।

গতকাল রোববার কুয়েতে অনুষ্ঠিত তেল উৎপাদনকারী দেশগুলোর এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওপেকভুক্ত দেশগুলোর পাশাপাশি তেল উৎপাদনকারী আরও ১১টি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

এ বৈঠকের সিদ্ধান্তগুলো আগামী মাসের ‘স্বেচ্ছাকৃত উৎপাদন সমন্বয় সম্প্রসারণ সংক্রান্ত’ দাপ্তরিক প্রতিবেদনে অন্তর্ভুক্ত হবে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত এক বৈঠকে তেলের উৎপাদন ও সরবরাহ কমানোর সিদ্ধান্ত নেয় তেল উৎপাদনকারী দেশগুলো। রাশিয়াসহ ওপেকভুক্ত দেশগুলোর পাশাপাশি ওপেক অন্তর্ভুক্ত নয়- এমন দেশগুলোও ওই সিদ্ধান্তে একমত পোষণ করে।

এরপর চলতি বছরের শুরু থেকে তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। ২০১৬ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল ৫৩ ডলার। উৎপাদন এবং সরবরাহ কমানোর পর চলতি বছরের জানুয়ারিতে তেলের দাম বেড়ে ৫৭ ডলারে বিক্রি হয়েছিল। আন্তর্জাতিক বাজারে গত ফেব্রুয়ারি মাসে জ্বালানি তেলের দাম আরও এক দফা বাড়ে।

২০১৬ সালের শুরু থেকেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেশ কয়েকবার পরিবর্তন হয়েছে। গত বছরের শুরুতে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ছিল ৫৫ দশমিক ০৫ মার্কিন ডলার। তবে গত শুক্রবার বছরের শেষ দিকে আন্তর্জাতিক বাজারে এর দাম দেখানো হয়েছিল ৫৩ দশমিক ৭২ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে বহুল ব্যবহৃত এ পণ্যের দাম প্রায় ২ দশমিক ৫২ শতাংশ কমেছে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও গত ৭ বছরের মধ্যে এ খাতে বিশ্ববাজারে সবচেয়ে বেশি লাভ হয়েছে ২০১৬ সালে। এরপরও তেলের দাম বাড়াতে এর উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয় তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক এবং তাদের সহযোগী দেশগুলো।

 

(ইউএম/এসএএম/ ২৮ মার্চ ২০১৭)


Comment As:

Comment (0)