‘২০১৮ সালে ভারতের প্রবৃদ্ধি ৭ দশমিক ৭ শতাংশ উন্নীত হবে’
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: অভ্যন্তরীণ নীতিতে সংস্কার ও ভূতাত্ত্বিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় উদীয়মান অর্থনীতির দেশগুলোকে এখন নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
তারপরও ভারতের অর্থমন্ত্রী অরুন জেটলি মনে করেন, আগামী ২০১৮ সালে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭.৭ শতাংশে উন্নীত হবে।
ভারত, চীন, ব্রাজিল, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা- এই ৫ উদীয়মান দেশ নিয়ে গড়া ব্রিকসের প্রতিষ্ঠিত ব্যাংক নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) দ্বিতীয় বার্ষিক সভায় তিনি এ মন্তব্য করেন।
অরুণ জেটলি বলেন, বৈশ্বিক প্রবৃদ্ধি উন্নতির দিকে যাচ্ছে। ২০১৭-১৮ অর্থবছরে এ অবস্থার আরও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
“২০১৭ সালে ভারতের অর্থনীতি ৭.২ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে আশা করছে। আর ২০১৮ সালে গিয়ে তা দাঁড়াবে ৭.৮ শতাংশে।”
অর্থমন্ত্রী বলেন, অবকাঠামো খাতে ভারতের আগামী ৫ বছরে দরকার ৬৪ হাজার ৬০০ কোটি ডলার অর্থ। এনডিবি থেকে ভারত আপাতত ২০০ কোটি ডলারের ঋণ চায়।
তিনি বলেন, এনডিপি উদীয়মান দেশগুলোর অর্থনৈতিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করি।
(ইউএম/ ২ এপ্রিল ২০১৭)