আমরা নেটওয়ার্কসের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ২০১৭-১৮ অর্থবছরের বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় আলোচ্য সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.০১ টাকা। আগের বছরের একই সমেয় যা ছিল ২.৩১ টাকা।  আর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২.৩৩ টাকায়। আগে যা ছিল ১৯.২৮ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.২৩ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড ও অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডি‌সেম্বর অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামী ১২ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

(এসএএম/ ২৩ অক্টোবর ২০১৮)

 


Comment As:

Comment (0)