ড্যাফোডিল কম্পিউটারসের ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রযুক্তি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেড।
শনিবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৮ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ১৭ পয়সা।
৩০ জুন ২০১৮ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৩ টাকা ৫৮ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর সকাল ১০ টায় রাজধানীর সোবহানবাগের ডেফোডিল টাওয়ারের অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২২ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
(কেএইচকে / ২৭ অক্টোবর ২০১৮)