ইনফরমেশন সার্ভিসের পরিচালনা পর্ষদ সভা পরিবর্তন

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওর্য়াক লিমিটেড। পরিবর্তীত তারিখ অনুযায়ী আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ইনফরমেশন সার্ভিসের বোর্ড সভা ২৮ অক্টোবর, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এর আগে এ কোম্পানির বোর্ড সভা ২৫ অক্টোবর, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। সভায় ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড আসতে পারে বলে জানা গেছে।

(এমআইআর/ ২৮ অক্টোবর ২০১৮)


Comment As:

Comment (0)