ভারতকে অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহের আহ্বান জানালেন শেখ হাসিনা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশি পাট ও পাটজাত পণ্য, হাইড্রোজেন পার অক্সাইড ও মাছ ধরার জাল আমদানিতে আরোপিত অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহারের জন্য ভারতকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় বিষয়টি নিয়ে আলোচনা হয়।
তিনি আজ দিল্লির হায়দারাবাদ হাউসের বৈঠক ও চুক্তি সই উত্তর এক যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ভারত আমাদের সবচেয়ে বড় বন্ধু দেশ। আমি আশা করবো বাংলাদেশি পাট ও পাটজাত পণ্যের আমদানিতে ভারত যে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে তার প্রত্যাহার করে নেবে।
উল্লেখ, গত ৩১ মার্চ সর্বশেষ ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের অ্যান্টি-ডাম্পিং ও সমজাতীয় শুল্কসংক্রান্ত অধিদপ্তর (ডিজিএডি) বাংলাদেশি মাছ ধরার জাল আমদানিতে সংক্রান্ত একটি নোটিস জারি করে।
এর আগে চলতি মাসের ৫ জানুয়ারি বাংলাদেশি পাটপণ্যে টনপ্রতি সর্বোচ্চ ৩৫২ ডলারসহ বিভিন্ন হারে অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপ করে ভারত। এদিকে অ্যান্টি ডাম্পিং এর বিরূপ প্রভাব পড়েছে বাংলাদেশের রপ্তানি আয়েও।
দেশীয় কোনো পণ্য দেশে যে দামে বিক্রি হয়, তার চেয়ে কম দামে যদি তা বিদেশ থেকে রপ্তানি হয়, তাহলে দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্যই অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করা হয়।
তখন সকরারের পক্ষে থেকে বিষয়টি কূটনৈতিকভাবে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয় ব্যবসায়ীদে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পাট) নাসিমা বেগম তখন বলেন, ভারতের অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপ প্রত্যাহার চেয়ে আইনগত ভাবে আপিল জানানো হবে। কূটনৈতিকভাবেও যোগাযোগ করা হবে।
(ইউএম/ ৮ এপ্রিল ২০১৭)