কোরীয় উপসাগরে অভিমুখে যুক্তরাষ্ট্রের রণতরী

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পূর্ণ যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে কোরীয় উপসাগর অভিমুখে রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেনাবিহিনীর আদেশে পাঠানো ঐ রণতরীতে রয়েছে একটি বিমানবাহী জাহাজ এবং কয়েকটি যুদ্ধজাহাজ।

মার্কিন নরিাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরের পশ্চিমে যাত্রা করা বাহিনী সেখানে তাদের পূর্ণ যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবেই যাচ্ছে।

উত্তর কোরিয়ার ক্রমাগত দায়িত্বহীন পারমানবিক অস্ত্রের পরীক্ষা ও ক্ষেপণাস্ত্রের সংখ্যা ওই এলাকায় সৃষ্টি হওয়া ‘ব্যাপক ঝুঁকি’ সামাল দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মার্কিন সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে।

কিছু দিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় তার দেশ এককভাবেই পদক্ষেপ নিতে পারে। এরপর গত সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে এই বিষয়টি প্রাধান্য পায়।

আগে উত্তর কোরিয়ার সঙ্গে চীনের সম্পর্ক এমনিতে ভালো থাকলেও সম্প্রতি অতিরিক্ত হারে পারমানবিক বোমার পরীক্ষা ও ক্ষেপনাস্ত্র উৎক্ষেপনের কারণে চীনও বিরক্ত।

তবে উত্তর কোরিয়ার পারমানবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচী নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বিশ্বকে উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে।

 

(ইউএম/ ৯ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)