মিশরে গির্জায় বিস্ফোরণে নিহত ৩৬, আইএসের দায় স্বীকার
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মিশরের দুইটি গির্জায় পৃথক দুই বোমা বিস্ফোরণে অন্তত ৩৬ জন নিহত হয়েছে।রোববার এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিবিসি ও এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, প্রথমে তানতা শহরের সেন্ট জর্জ কপটিক গির্জায় বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হন। অপর বিস্ফোরণের ঘটনা ঘটে আলেকজান্দ্রিয়ার সেন্ট মার্কস কপটিক গির্জায়। সেখানে ১১ জনের প্রাণহানি ঘটে।
এই বিস্ফোরণকে আত্মঘাতী হামলা বলছেন ওই গির্জার যাজকের সহকারী।
এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, এ হামলার দায় স্বীকার করেছে ইসলামী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস। তারা বলেছে, তারা এ বিস্ফোরণ ঘটিয়েছে।
একজন পুলিশ কর্মকর্তা ওই আত্মঘাতী হামকারীকে প্রতিরোধ করতে চেয়েছিলেন। বিস্ফোরণে তিনিও প্রাণ হারান।
প্রতিবেদন অনুসারে সেখানে আজ পাম সানডে উদ্যাপিত হচ্ছিল। খ্রিষ্টীয় দিনপঞ্জি অনুযায়ী কপটিক খ্রিষ্টানদের কাছে দিবসটি পবিত্র একটি দিন।
গত ডিসেম্বরে কায়রোতে একটি কপটিক ক্যাথেড্রালে বোমা বিস্ফোরণে ২৫ জন নিহত হয়েছিল।
২০১৩ সালে প্রেসিডেন্ট মুরসিকে অপসারণের পরে সেনাবাহিনী দেশটির ক্ষমতা গ্রহণ করে। তবে সেনা শাসনের ভেতরে এই সময়টাতে মিশরে এমন হামলার ঘটনা বেড়েছে।
(ইউএম/ ৯ এপ্রিল ২০১৭)