ইনটেক লিমিটেডের ১৮তম এজিএম সম্পন্ন: ১১ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি ইনটেক লিমিটেড।

রোববার (২৩ ডিসেম্বর) কোম্পানিটির ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১০টায় রাওয়া কনভেনশন সেন্টার, মহাখালী, ঢাকায় অনুষ্ঠিত হয়।

রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত ইনটেক লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানটির পূর্ব ঘোষিত ১১ শতাংশ বোনাস ডিভিডেন্ড বিনিয়োগকারীদের দ্বারা অনুমোদিত হয়।

৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৫ টাকা। এর আগের বছর একই সময় যা ছিল ১.০৯ টাকা।

এছাড়া শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১১.৪৪ টাকা।

এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মাহবুবুল আলম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানিটির স্বতন্ত্র পরিচালক প্রজীব ভূসান দত্ত, পরিচালক সাদিকা মাহবুব, কোম্পানি সচিব মহিবুল ইসলামসহ বিপুল সংখ্যক বিনিয়োগকারী।

এজিএমে আরো পাঁচটি আলোচ্যসূচি (এজেন্ডা) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।

(কেএইচকে / ২৩ ডিসেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)