আমরা টেকনোলজির ২৯তম এজিএম সম্পন্ন; ডিভিডেন্ড অনুমোদন

প্রতিবেদক বিনিয়োগবার্তা, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড ২৯তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন করেছে।

সোমবার (২৪ ডিসেম্বর) কোম্পানিটির ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সকাল ১০টায় ডেল্টা লাইফ কনভেনশন সেন্টার, গুলশান-২, ঢাকায় সম্পন্ন হয়।

এজিএমে কোম্পানির পূর্ব ঘোষিত ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।

৩০ জুন, ২০১৮ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড অনুমোদন করেন শেয়ারহোল্ডারবৃন্দ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৫২ পয়সা।

৩০ জুন ২০১৮ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৩ টাকা ২৪ পয়সা।

কোম্পানির চেয়ারম্যান সায়েদ ফারুক আহমেদ সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সায়েদ ফরহাদ আহমেদ, রিচালক ফাহমিদা আহমেদ, স্বতন্ত্র পরিচালক মুস্তাফিজুর রহমান ও কোম্পানি সেক্রেটারি একেএম কামরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও শেয়ারহোল্ডাররা।

এজিএমে আরো সাতটি আলোচ্যসূচি (এজেন্ডা) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।

(ইএইচ / ২৪ ডিসেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)