ড্যাফোডিল কম্পিউটার্সের ২১তম এজিএম সম্পন্ন; ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ২১তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড।

সোমবার (২৪ ডিসেম্বর) কোম্পানিটির ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সকাল ১০টায় রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজয় ৭১ অডিটোরিয়ামে সম্পন্ন হয়।

এজিএমে কোম্পানির পূর্ব ঘোষিত ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।

৩০ জুন, ২০১৮ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড অনুমোদন করেন শেয়ারহোল্ডারবৃন্দ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৮ পয়সা। যা এর আগের বছর ইপিএস ছিল ২ টাকা ১৭ পয়সা।

এছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৩ টাকা ৫৮ পয়সা।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সবুর খানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন কোম্পানির স্বচেয়ারম্যান শাহানা খান, পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন, সামিহা খান এবং কোম্পানির সচিব মনির হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও শেয়ারহোল্ডাররা।

এছাড়া এজিএমে আরো চারটি আলোচ্যসূচি (এজেন্ডা) অনুমোদিত হয়।

(কেএইচকে / ২৪ ডিসেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)