সাইবার সিকিউরিটি সলিউশনে একসাথে কাজ করবে ডলফিন ও প্রিভিস

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশে সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে একসাথে কাজ করার ব্যপারে সম্মত হয়েছে ডলফিন সাইবার সিকিউরিটি সলিউশন ও সিঙ্গাপুরভিত্তিক ভন গ্রুপের সিকিউরিটি কোম্পানী প্রিভিস টেকনোলজি কোম্পানী।

সম্প্রতি ধানমন্ডির সোবহানবাগে ডলফিন অফিসে এ দুই কোম্পানীর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রতিষ্টান দুটি একসাথে দেশের সাইবার সিকিউরিটি সেক্টরে দক্ষ জনবল তৈরি ও সাইবার সমস্যার মোকাবেলায় কাজ করবে।

ভন গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর প্যাাট্রিক এনজি ও ডলফিন সাইবার সিকিউরিটি সলিউশনের পক্ষে স্বাক্ষর করেন ডিরেক্টর ( মার্কেটিং) মনোয়ারুল ইসলাম রিবেল। উপস্থিত ছিলেন ডলফিন সাইবার সিকিউরিটি সলিউশন এর ডিরেক্টর ( টেকনিক্যাল) অধ্যাপক ড. তৌহিদ ভূঁইয়া, সাইবার সিকিউরিটি সেন্টারের ডেপুটি হেড মোহাম্মদ মারুফ হাসান, হেড অব মাল্টিমিডিয়া শেখ মোহাম্মদ আলাইয়ার ও টিমের সাইবার সিকিউরিটি এক্সপার্টরা।

প্রসঙ্গত, ভন গ্রুপের সিকিউরিটি কোম্পানী প্রিভিস টেকনোলজি কোম্পানী ১৯৬৫ সালে চীনে মিলিটারি কমিউনিকেশন কোম্পানী হিসেবে চিনে যাত্রা শুরু করে।

প্রসঙ্গত, ডলফিন সাইবার সিকিউরিটি সলিউশন ড্যাফোডিল ফ্যামিলির একটি অঙ্গ প্রতিষ্ঠান। ডলফিন দেশের প্রথম পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ল্যাব প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশে ভন গ্রুপ ও প্রিভিসের পার্টনার হিসেবে কাজ করবে ডলফিন সাইবার সিকিউরিটি সলিউশন।

(এসএএম/ ২৭ ডিসেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)