১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে আমরা নেটওয়ার্কস
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানির ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। আর যাদের ব্যাংক অ্যাকাউন্টে বিইএফটিএন সুবিধা নেই তাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডিভিডেন্ড পাঠানো হবে।
উল্লেখ্য, কোম্পানিটি ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
(কেএইচকে / এসএএম/ ২০ জানুয়ারি ২০১৯)