পহেলা বৈশাখে চট্টগ্রামের রোডম্যাপ দিলো সিএমপি

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, চট্টগ্রাম: বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে পহেলা বৈশাখে চট্টগ্রামে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনে আগত দর্শনার্থীদের সুষ্ঠু চলাচলের সুবিধার্থে এবং জন নিরাপত্তার স্বার্থে রোডম্যাপ দিয়েছে সিএমপি। এ উপলক্ষ্যে আগামী ১৪ই এপ্রিল শুক্রবার নগরীর বিভিন্ন রাস্তা সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, নগরীর মানুষের পহেলা বৈশাখ উদযাপন যাতে কোন যানজট সমস্যায় পড়তে না হয় সেজন্য সিএমপি ঐ দিন বেশ কিছু রাস্তায় জাবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। কেউ যদি আইন অমান্য করে যানবাহন চালায় তাহলে আইন অমান্য কারীদের বিরুদ্ধে আইনি বাবস্থা নেওয়া হবে। এছাড়া আমরা এই নির্দেশনা শহরে মাইকিং ও বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে সবাইকে জানিয়ে দেবো। নগরবাসীর জন্য আমরা কিছু নির্দেশনা দিয়েছি সেটা সবাইকে মেনে চলার অনুরোধ জানাচ্ছি।

তিনি সকলের উদ্দেশ্যে জানান, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনস্বার্থে উল্লেখিত নির্দেশনাগুলো সকল প্রকার যানবাহনের চালক ও যাত্রীসাধারণসহ সংশ্লিষ্টদের সকলকে মেনে চলার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি।

নগরীতে যানবাহন চলাচলের নির্দেশনা-

ডিসি হিল কেন্দ্রিক- নন্দনকানন (পুলিশ প্লাজা) মোড়, চেরাগী পাহাড় মোড়, এনায়েত বাজার মোড় এবং লাভ-লেইন মোড় (স্মরণিকা ক্লাব) হতে ডিসি হিল অভিমুখে কোন প্রকার যানবাহন চলাচল করবে না।

সিআরবি শিরীষ তলা কেন্দ্রিক- কাঠের বাংলো মোড় এবং আটমাসিং মোড় হতে সিআরবি শিরিশ তলা অভিমুখে কোন প্রকার যানবাহন চলাচল করবে না এবং নেভাল মোড় হতে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়-সিআরবি মোড় এবং শিশু পার্ক গোলচত্ত্বর মোড় হতে সিআরবি অভিমুখে কোন প্রকার যানবাহন চলাচল করবে না।

পতেঙ্গা সী-বীচ কেন্দ্রি বাটার ফ্লাই মোড় হতে নেভাল একাডেমীর গেট হয়ে ওয়েষ্ট পয়েন্ট মোড় পর্যন্ত উক্ত রুটেএবং কাটগড় মোড় এবং ওয়েস্ট পয়েন্ট মোড় হতে সী-বীচ অভিমুখে কোন প্রকার যানবাহন চলাচল করবে না।

এছাড়া পহেলা বৈশাখের দিন নগরবাসীর জন্য সিএমপি কিছু নির্দেশনা দিয়েছে সেগুলো হল-

-পহেলা বৈশাখে বিকাল ৫টার মধ্যে উন্মুক্ত স্থানে আয়োজিত অনুষ্ঠান সমূহ শেষ করতে হবে।

-আবদ্ধস্থানে (ইনডোর) অনুষ্ঠান করার জন্য অবশ্যই সিএমপি’র অনুমতি নিতে হবে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করতে হবে।

-মোটর সাইকেল চালক ব্যতীত আর কোন আরোহী থাকবে না। অনুষ্ঠান স্থলে কোন যানবাহন প্রবেশ করতে পারবে না। সুবিধাজনক স্থানে গাড়ি রেখে পায়ে হেঁটে অনুষ্ঠানস্থলে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

– কোন ধরনের ব্যাগ, পোটলা, প্যাকেট বহন করা যাবে না। সকলকে দেহ তল্লাশীতে সহায়তা করার জন্য অনুরোধ করা হলো।

– মঙ্গল শোভাযাত্রায় শুরুতেই যারা অংশগ্রহণ করবেন তারা শেষ পর্যন্ত থাকবেন। মাঝখানে কেউ শোভাযাত্রায় ঢুকতে পারবে না।

– শোভাযাত্রায় ভুভুজেলা বাজানো, মুখোশ মুখে লাগানো যাবে না। তবে তা হাতে বহন করা যাবে।

– শুক্রবার হওয়ার কারণে জুম্মার নামাজের সময় গান-বাজনা এবং মাইক বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

– শোভাযাত্রায় এবং সমাবেশস্থলে পানি বা অন্য কোন পানীয় এর বোতল বহন করা যাবে না। বর্ষবরণে সমবেত লোকজনের তৃষ্ণা নিবারণের জন্য স্থান গুলোতে সিএমপি কর্তৃক বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হবে। পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করার জন্য অনুরোধ করা হয়েছে।

– কোন প্রকার আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, দাহ্য পদার্থ এবং বিস্ফোরক বা ক্ষতিকর দ্রব্য বহন করা যাবে না।

– ভয় বা আতঙ্ক সৃষ্টি করে এমন কোন বিকট শব্দ করা যাবে না।

– কোন ধরনের মাদক বহন বা মাদক সেবন করে মাতলামি করা যাবে না।

– নারীর প্রতি কোন ধরনের অশোভন আচরণ করা যাবে না।

– শোভাযাত্রায় সকলকে সু-শৃঙ্খল ও সারিবদ্ধভাবে চলার জন্য অনুরোধ করা হলো।

– যত্রতত্র হকার/অস্থায়ী দোকান বসানো যাবে না। গ্যাস সিলিন্ডারসহ বেলুন বিক্রেতা এবং ফ্লাক্স নিয়ে চা বিক্রেতা অনুষ্ঠান স্থলে ঢুকতে পারবে না।

– সন্দেহজনক কোনকিছু দেখলে সাথে সাথে দায়িত্বরত পুলিশকে বিষয়টি জানাতে হবে।

– প্রতিটি অনুষ্ঠানের আয়োজকগণ তাদের নিজস্ব একটি স্বেচ্ছাসেবক দল গঠন করবেন। স্বেচ্ছাসেবকদের যাতে সহজে চেনা যায় সেজন্য ‘স্বেচ্ছাসেবক’ লেখা সম্বলিত ক্যাপ/বাহুবন্ধনীর ব্যবস্থা করবেন। স্বেচ্ছাসেবকদের নাম ও মোবাইল নম্বরসহ একটি তালিকা সংশ্লিষ্ট থানায় জমা দিবেন।

– শিরীষতলা ও ডিসি হিল এ মাইকিং এর ব্যবস্থাসহ পুলিশ কন্ট্রোলরুম স্থাপিত হবে। যে কোন প্রয়োজনে কন্ট্রোলরুমের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

(এসএএম/ ১২ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)