সহজ জয়ে শীর্ষস্থান মজবুত চেলসির
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: রিমিয়ার লিগে সহজ জয় পেয়েছে চেলসি।
শনিবার নিজেদের মাঠে সোয়ানসি সিটিকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে আন্তোনিও কোন্তের দল।
ঘরের মাঠে স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ১৭ মিনিটেই গোল করে দলকে লিড এনে দেন প্রিমিয়ার লিগে ৩০০তম ম্যাচ খেলতে নামা ফাব্রেগাস। তবে বিরতির ঠিক আগে সফরকারী দলকে সমতায় ফেরান ফার্নান্দো লরেন্তো।
বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে চেলসি। মানের ৫১ মিনিটে ফাব্রেগাসের শট পোস্টে লাগলে হতাশ হয় স্বাগতিকরা। তবে ম্যাচের ৭২ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন পেদ্রো। আর ম্যাচের ৮৪ মিনিটে ব্যবধান ৩-১ করেন কস্তা।
এ জয়ে ২৬ ম্যাচ শেষে চেলসির সংগ্রহ ৬৩ পয়েন্ট। আর এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৫২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
(এসএএম/ ২৬ ফেব্রুয়ারি ২০১৭)