নরসিংদী জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের নির্বাচনে এ্যাড. শহিদুল্লাহ’র বিজয়

মো: শাহাদাৎ হোসেন রাজু, নরসিংদী: নরসিংদী জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের স্থগিত নির্বাচনে সদস্য পদে এ্যাডেভােকট ড. মো. শহিদুল্লাহ তালা মার্কা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ৯টা থেকে বেলা ২টা পযন্ত একটানা ভোট গ্রহণ করা হয়।

নরসিংদী জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনে বেলাব উপজেলার সুটুরিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন জেলার কাঁচিকাটা, বড়চাপা, কৃষ্ণপুর, পাটুলী, বাজনাব ও বিন্নাবাইদ ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিরা।

এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৭৮ জন তম্মধ্যে ৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে এ্যাড. ড. মো. শহিদুল্লাহ তালা মার্কা প্রতীক নিয়ে ৪৩ ভোট পেয়ে সদস্য পদে বিজয়ী হন। তার প্রতিদ্বনন্ধী প্রার্থী  আনোয়ার হোসেন বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে পান ১৭ ভোট এবং ঘুড়ি প্রতীক নিয়ে সাইফুল ইসলাম পান ১৬ ভোট। নির্বাচনে সদস্য পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বনন্ধিতা করেন। অপর দুই প্রার্থী মো: ইমদাদুল হক ফরিদ হাতি প্রতীকে  পান ১ ভোট এবং মো: নজরুল ইসলামের টিউবওয়েল প্রতীকে কোন ভোট পরেনি।

নির্বাচনোত্তর ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার রায়পুরা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মাসুদ রানা প্রাপ্ত ভোটে ভিত্তিতে ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, বিগত ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে অন্যান্য ওয়ার্ডের মত এই ওয়ার্ডটির নির্বাচন হবার কথা থাকলেও মামলা জটিলতার কারণে হাই কোর্টের নিদের্শে সদস্য পদে নির্বাচন স্থগিত করা হয়।

(এসএইচআর/এসএএম/ ২৬ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)


Loading...