জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ন অবদান রাখবে ‘স্পীকার ও ন্যায়পাল, নৈতিকতা ও সুশাসন’
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: অভ্রন্তরীন সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান লিখিত ‘স্পীকার ও ন্যায়পাল, নৈতিকতা ও সুশাসন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেছেন জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী।
সোমবার জাতীয় সংসদ ভবনে তাঁর অফিস কক্ষে এ পুস্তকটির মোড়ক উন্মোচন করেন তিনি।
এসময় স্পীকার বলেন, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের উদ্যোগ আমাদের নেয়া উচিৎ। পুস্তকটি জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ন অবদান রাখবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের চীফ হুইপ আ. স. ম ফিরোজ এমপি, পীর ফজলুর রহমান এমপি, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদার উপস্থিত ছিলেন।
(এসএএম/ ২৭ ফেব্রুয়ারি ২০১৭)